কলকাতায় চলন্ত ট্রেনে বিস্ফোরণ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অদূরে চলন্ত ট্রেনে বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এতে আহত হয়েছে পাঁচজন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে, ট্রেনে বিস্ফোরণে প্রায় ১৭ ব্যক্তি আহত হয়েছে। আহতদের সবাইকে কলকাতার আর জি কার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া কৃষ্ণনগর লোকাল টেনটি ব্যারাকপুর ও টিটাগড় স্টেশনের মধ্যে থাকা অবস্থায় মঙ্গলবার ভোর ৪টার দিকে সেটিতে বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণ হয়েছে একটি বগিতে। ওই যাত্রীরা আহত হয়েছে।

প্রাথমিকভাবে কলকাতার রেল পুলিশ জানিয়েছে, কোনো দুস্কৃতকারী ট্রেনে বোমা নিয়ে যাচ্ছিল। সেই বোমা ফেঁটে এই বিস্ফোরণ হয়েছে। তবে বিস্তারিত তদন্তের আগে চূড়ান্তভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে এই বিস্ফোরণের পর লোকাল ট্রেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ যাত্রীরা। এ ব্যাপারে রাজ্য সরকারের কঠোর নজরদারী প্রত্যাশা করেছে তারা।



মন্তব্য চালু নেই