ফের ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদির যুদ্ধ
যুদ্ধবিরতি প্রস্তাবে রাজী হওয়ার একদিন পেরুতেই প্রচণ্ড সংঘর্ষে জড়িয়ে পড়েছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি যোদ্ধারা। সোমবার সৌদি সীমান্তবর্তী এলাকায় রকেট ও মর্টার হামলা চালিয়েছে হুতিরা।
হুতিরা জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে ১শ ৫০টি রকেট হামলা চালানোর পর তারা সৌদির জিজান ও নাজরান শহরে রকেট ও মর্টার হামলা চালিয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নাজরানে রকেট হামলায় এক সৌদি নাগরিক নিহত হয়েছে। একটি স্কুল ও আবাসিক এলাকা সংলগ্ন সেনা চৌকি লক্ষ্য করে হুতিরা হামলা চালিয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছে আরও এক সৌদি নাগরিক ও তিন প্রবাসী।
এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন আরবজোট ইয়েমেনের কেন্দ্রীয় নগরী তাইজ ও তেলসমৃদ্ধ মারিব প্রদেশে হামলা চালিয়েছে। তাৎক্ষনিকভাবে কোন হতাহতের সংখ্যা জানা যায়নি।
অপরদিকে এ হামলার পর সৌদি আরব জানিয়েছে হুতিরা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। ইয়েমেন সীমান্তে ইতোমধ্যে সৌদি আরব প্রচুর সংখ্যক অতিরিক্ত সেনা পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার হুতিদের পাঁচদিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। শনিবার হুতিরা এই প্রস্তাব মেনেও নিয়েছিল।
মন্তব্য চালু নেই