ফিলিপিন্সে টাইফুনের আঘাত, নিহত ২

ফিলিপিন্সের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন ‘নোউল’ আঘাত হেনেছে। এতে নিহত হয়েছে দুজন।

টাইফুনের আঘাতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশটির বেশ কিছু অঞ্চল।

বন্যা হওয়ার সতর্ক বার্তা, ভূমিধস, ঝড়ো বাতাস এবং নিভূমি প্লাবিত হওয়ায় হাজারো মানুুষ অপেক্ষাকৃত উুঁচ ভূমিতে আশ্রয় নিয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়েছে অনেকে।

এ বছরে ফিলিপিন্সে আঘাত হানা ঝড়ের মধ্যে নোউলই সবচেয়ে বেশি শক্তিশালী। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ফিলিপিন্সের ওপর দিয়ে প্রবাহিত হয়ে তাইওয়ান ও জাপানের দিকে ধাবিত হচ্ছে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার নাগাদ এই দুই দেশে আঘাত লঘু হয়ে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।

প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে ফিলিপিন্সে। ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত হানলে দেশটির প্রায় ৭ হাজার লোক নিহত হয়।

এদিকে রোববার আঘাত হানা ঘূর্ণিঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছে। আপারি শহরে নিজেদের বাড়ির ছাদে তারা মারা যায়।

অন্যদিকে ফিলিপিন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ে খুব বেশি হতাহত হওয়ার আশঙ্কা নেই। কারণ আগে থেকেই লোকেরা সতর্কবাতা পেয়েছে এবং সেভাবে প্রস্তুতিও নিয়েছে। হাজারো মানুষ নিজেদের প্রচেষ্টায় নিরাপদ আশ্রয়ে চলে গেছে।



মন্তব্য চালু নেই