মরক্কোর যুদ্ধবিমান নিখোঁজ

সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলায় অংশ নেওয়া মরক্কোর একটি এফ-১৬ যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। দেশটির রয়েল এয়ার ফোর্সেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইয়েমেনের সরকারবিরোধী হুতি এবং প্রাক্তন শিয়া প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহির অনুসারী সামরিক শাখার বিরুদ্ধে ২৬ মার্চ থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। এই জোটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে মরক্কোর বিমান বাহিনী। ইয়েমেনের বিতাড়িত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান দেশগুলো এবং যুক্তরাষ্ট্র।

ইয়েমেনে বিমান হামলার শুরু থেকে অংশ নেয় মরক্কো। তাদের এফ-১৬ যুদ্ধবিমান সৌদি আরবের সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়ে ইয়েমেন হামলায় অংশ নিচ্ছে।

বিমান নিখোঁজ নিয়ে তদন্ত শুরু করেছে মরক্কো। তবে হুতিরা বিমানটি ভূপাতিত করেছে কিনা, তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।



মন্তব্য চালু নেই