লিবিয়ার আদালতে গাদ্দাফি-পুত্র সাদি
লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাদি গাদ্দাফি দেশটির একটি আদালতে হাজিরা দিয়েছেন রবিবার।
প্রায় চার বছর দেশের বাইরে পালিয়ে ছিলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ইতালিতে সকার খেলোয়াড় হিসেবে কিছু দিনের কেরিয়ার রয়েছে সাদির। এছাড়া বাবার শাসনামলে প্লেবয় হিসেবে তার খ্যাতি ছিল।
এক সকার খেলোয়াড়কে হত্যা করার অভিযোগে সাদি গাদ্দাফির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওই হত্যা মামলায় শুনানির দিন রবিবার রাজধানী ত্রিপোলির একটি আদালতে হাজির হন অভিযুক্ত সাদি। অবশ্য জুলাই পর্যন্ত মামলাটি শুনানি স্থগিত করেছেন বিচারক।
২০১১ সালে লিবিয়া থেকে পালিয়ে নাইজারে আশ্রয় নিয়েছিলেন সাদি গাদ্দাফি। তবে ওই বছর থেকেই নাইজার রাজধানী নিয়ামিতে গৃহবন্দী ছিলেন তিনি।
২০১৪ সালের মার্চে লিবীয় কর্তৃপক্ষের কাছে সাদিকে হস্তান্তর করে নাইজার।
প্রসঙ্গত, ২০১১ সালে আরব বসন্তের কালে মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ স্বৈর শাসনের অবসান হয়।
গাদ্দাফির আরেক পুত্র সাইফ আল ইসলাম লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে প্রতিপক্ষ জিহাদি গোষ্ঠীর হাতে জিম্মি আছেন।
মন্তব্য চালু নেই