ছাত্রদের মিছিলে পুলিশের বেধড়ক লাঠিপেটা

বর্ষবরণের দিনে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে ডিএমপির কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশি বাধার মুথে এগুতে পারেনি ছাত্র ইউনিয়নসহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন।

পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাদের হটিয়ে দিয়েচে। এ সময় অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।

রোববার দুপুরে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্র সমাজের নেতা-কর্মীরা মধুর ক্যান্টি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডিএমপির সদর দপ্তরের উদ্দেশে যাত্রা শুরু করে। তারা মৎস্যভবন হয়ে মিন্টো রোডের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে জলকামান ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। পাল্টা ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। শুরু হয় সংঘর্ষ।

ATTOK301431243550

DU11431245693 fi



মন্তব্য চালু নেই