যুক্তরাষ্ট্রে ২ পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শনিবার এক বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুলির পর পুলিশ সদস্যদের ব্যবহৃত গাড়ি নিয়েই পালিয়ে যায় ওই বন্দুকধারী। স্থানীয় টেলিভিশন ডব্লিউডিএএমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাটিসবার্গের জ্যাকসন এলাকায় এক বন্দুকধারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুলি ছোড়ার পরপরই ওই বন্দুকধারী পুলিশের ব্যবহৃত গাড়ি নিয়ে পালিয়ে যায়। গাড়িটি ঘটনাস্থল থেকে প্রায় ১২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীকে ধরতে আশপাশের অঞ্চলে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে এ ঘটনার বিষয়ে হ্যাটিসবার্গ পুলিশের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডব্লিউডিএএমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাদের হ্যাটিসবার্গের ফরেস্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাস্তায় ট্রাফিক সিগন্যালের সময় গুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী সেখানে থাকা পুলিশের একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়।
মন্তব্য চালু নেই