নেতা খুঁজছে লেবার পার্টি
নির্বাচনী বিপর্যয় কাটিয়ে আগামী দিনে দলকে টেনে নেবেন ক্ষমতার দিকে এমন একজন নেতা খুঁজছেন ব্রিটেনের লেবার পার্টির সিনিয়র এমপিরা।
লেবার দলের ছায়া পরিচর্যা (কেয়ার) মন্ত্রী লিজ কেনড্যাল বলেছেন, ‘তিনি দলীয় নেতা এড মিলিব্যান্ডের স্থলাভিষিক্ত হতে চান।’
সানডে টাইমসকে তিনি বলেন, ‘ নির্বাচনে পরাজয়ের ধকল কাটিয়ে আগামী দিনে দলকে চাঙ্গা করতে হলে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগুতে হবে।’
লিজ ছাড়াও ইভেত কুপার, অ্যান্ডি বার্নহ্যাম ও চুকা উমুন্না এই দৌঁড়ে সামিল হচ্ছেন। তবে এদের মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে, লেবার দলের জাতীয় নির্বাহী কমিটি আগামী সপ্তার শুরুতে বৈঠকে বসবে মিলিব্যান্ডের উত্তরসূরি নির্বাচনে সময়সূচি ঠিক করতে।
নির্বাচনে হেরে গিয়ে হতাশ মিলিব্যান্ড নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এবারের নির্বাচনে লেবার পার্টি থেমে যায় ২৩২ আসনে। স্কটল্যান্ডে দলটির বড় বিপর্যয় ঘটে। অন্যান্য স্থানেও তেমন ভালো করতে পারেনি। ভোটের আগে দু’দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে বলে আভাস দেয়া হয়েছিল।
অন্যদিকে, রক্ষণশীল টোরি জিতেছে ৩৩১ আসনে, যা এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট।
১৯৯২ সালের পর এবারই প্রথম রক্ষণশীলরা একক সংখ্যাগরিষ্ঠতা পেলো হাউজ অব কমন্সে।
মন্তব্য চালু নেই