সুটকেসে শিশু পাচার

সুটকেসে শিশু পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। আফ্রিকার দেশ আইভরি কোস্ট থেকে মরক্কো হয়ে স্পেনে পাচার করা হচ্ছিল শিশুটিকে।

স্পেনের পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সি এক পাচারকারী নারী সুটকেসে ভরে আট বছর বয়সের এক শিশুকে পাচার করার সময় স্পেন সীমান্তের চিউটা চেক পয়েন্টে ধরা পড়েন। সুটকেসটি পরীক্ষার সময় অপারেটর বিষয়টি ধরে ফেলেন। সুটকেসের ভেতরে মানব শিশুর মতো অদ্ভূত একটি বস্তু শনাক্ত করেন। পরে সেটি খুলে দেখেন, সত্যিই তার ভেতরে একটি শিশু প্রায় অর্ধমৃত অবস্থায় আঁটসাঁট হয়ে বসে আসে।

শিশুটি জানায়, তার বয়স আট বছর। তার বাড়ি আইভরি কোস্টে।

পাচারকারী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে তোলা হবে শিগগিরই।

শিশুটি উদ্ধার হওয়ার কিছু সময় পরে একই সীমান্ত স্পেনে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হন তার বাবা। শিশুটির বাবাও আইভরিয়ান। তিনি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অস্থায়ীভাবে বসবাস করেন।

প্রতি বছর অবৈধভাবে স্পেনের চিউটা শহর পাড়ি দেওয়ার চেষ্টা করে হাজারো অভিবাসী। অপেক্ষাকৃত উন্নত জীবন যাপনের জন্য তারা ইউরোপের কোনো দেশে আশ্রয় নিতে চায়।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।



মন্তব্য চালু নেই