ফেসবুক ব্যবহার করায় তরুণীকে পাথর ছুঁড়ে হত্যা!

ফেসবুক ব্যবহার করায় সিরিয়ায় এক তরুণীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। ফাতুম আল জাসেম নামে এ তরুণীকে ফেসবুক ব্যবহার করার সময় হাতেনাতে অাটক করা হয়। তাকে একটি শরিয়া কোর্টে নিয়ে যাওয়া হলে কোর্টের রায়ে বলা হয়, তরুণীর ফেসবুক ব্যবহার ব্যাভিচারের সমতুল্য এবং তাকে পাথর মেরে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।

এ ঘটনার পেছনে আল-কায়েদা এবং আইএস’র হাত আছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই আইএস ইরাক এবং সিরিয়ায় সরকার উৎখাতে সশস্ত্র যুদ্ধ চালিয়ে অাসছে।

উল্লেখ্য, ফেসবুক ব্যাবহার করায় এ তরুণীর মৃত্যুদণ্ড হলেও আইএস’র নিজেরই একটি ফেসবুক একাউন্ট অাছে।



মন্তব্য চালু নেই