মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে হামলার দায় স্বীকার আইএসের

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের পক্ষ থেকে বলা হয়েছে, টেক্সাসের ডালাসের অদূরে একটি সম্মেলন কেন্দ্রে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনী চলাকালে আমাদের ‘খিলাফতের দুজন সেনা’ হামলা চালায়।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

আইএসের প্রচারমাধ্যম আল-বাইয়্যান রেডিওর নিউজ বুলেটিনে বলা হয়েছে, ‘ওই প্রদর্শনীতে মহানবী (সা.)-এর নেতিবাচক ছবি প্রদর্শন করা হচ্ছিল।’

রোববার প্রদর্শনী চলার সময় সম্মেলন কেন্দ্রে হামলা চালায় দুজন বন্দুকধারী। তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। সম্মেলন কেন্দ্রের নিরাপত্তারক্ষী ও পুলিশের পাল্টা গুলিতে নিহত হন ওই দুই বন্দুকধারী হামলাকারী। আইএস দাবি করল, এই দুই বন্দুকধারী তাদের সদস্য।

বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন এক পুলিশ সদস্য।

সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীতে অংশ নেন ইসলামবিরোধী ডাচ রাজনীতিক গ্রিট উইল্ডস। তিনি অক্ষত আছেন।

২০০৬ সালে ড্যানিস পত্রিকা জিল্যান্ড-পোস্টেনে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হলে বিশ্বজুড়ে প্রতিবাদ জানায় মুসলিমরা। এ বছরের জানুয়ারিতে ফ্রান্সের প্যারিসে শার্লি এবদো সাময়িকীতে একই ধরনের ব্যঙ্গচিত্র প্রকাশ করায় পত্রিকার কার্যালয়ে হামলা হয়। এতে নিহত হন ১২ জন।



মন্তব্য চালু নেই