৭ বছর সংসার করার পর জানলেন তারা ভাইবোন !

হারানো মাকে খুঁজতে গিয়ে এক ব্রাজিলিয় দম্পতি (আদ্রিয়ানা ও লিয়েন্দ্রা) আবিষ্কার করলেন, যে তাঁরা আসলে ভাই-বোন। চমকে যাওয়ার মতোই এই ঘটনা। ছোট থেকেই দুজনেই মা-হারা। আজীবন মাকে খুঁজে পাওয়াই মূল লক্ষ ছিল আদ্রিয়ানা ও লিয়েন্দ্রার। কিন্তু সেই খোঁজের শেষে যে তাদের জীবন অন্য খাতে বয়ে যাবে তা কখনো টের পাননি তারা।

এতদিন আদ্রিয়ানা ও লিয়েন্দ্রা ভাবতেন, তাদের দুজনের মায়ের নাম বোধহয় কাকতালীয়ভাবে এক। আদ্রিয়ানা তাঁর মাকে খুঁজতে ব্রাজিলিয়ান রেডিও স্টেশনের ‘অ্যাঞ্জেল অফ মিটিংস’ অনুষ্ঠানে যোগ দেন। হারিয়ে যাওয়া আপনজনেদের খুঁজতে সাহায্য করে এই অনুষ্ঠান। আর সেখানেই নিজের মাকে খুঁজে পান আদ্রিয়ানা।

আর এখানেই ঘটনা নাটকীয় মোড় নেয়। মাকে বাড়িতে নিয়ে আসে আদ্রিয়ানা। তখন আবিষ্কার হল, তাঁর মাই হল তাঁর স্বামীরও মা। চমকে যান আদ্রিয়ানা। ভেঙে পরেন কান্নায়। গত সাতবছর ধরে দুজনে বিবাহিত। তাদের ছয় বছরের এক কন্যাসন্তানও রয়েছে। কান্নাকাটি থামিয়ে দুজনেই আপাতত সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা দম্পতির মতোই থাকবেন।



মন্তব্য চালু নেই