বেনগাজির হাসপাতালে রকেট-বোমাহামলা

শুক্রবার লিবিয়ার গুরুত্বপূর্ণ শহর বেনগাজির এক মেডিকেল সেন্টারে আঘাত হানে শক্তিশালী রকেট বোমা। এতে তিন জন নিহত হন। আহত হন সাতজন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাম্বুলেন্স দাঁড়ানোর স্থানটিতে এ রকেটবোমা আঘাত হানে। এর পছেনে কাদের হাত আছে তা এখনও জানা যায়নি।

বেনগাজিতে সরকারি সেনাবাহিনীর সঙ্গে যুঝছে বিদ্রোহী সশস্ত্র বাহিনী। গুরুত্বপূর্ণ এ শহরের দখল দুই পক্ষের জন্যেই স্বার্থসংশ্লিষ্ট। কেননা বেনগাজি তেলসমৃদ্ধ নগর তো বটেই, সেই সঙ্গে সমুদ্রবর্তী সীমান্তশহর হওয়ায় প্রতিরক্ষাকেন্দ্রিক সক্ষমতা তৈরি করতে সক্ষম।

বেনগাজি নিয়ে বিসংবাদ লিবিয়ার পুরনো ইস্যু। দ্বিতীয় বৃহত্তম এ শহর বর্তমানে দ্বিপাক্ষিক সংঘর্ষে এক ধ্বসংস্তুপে পরিণত। এ শহর গাদ্দাফির সময়ে অন্যতম সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল।

লিবিয়ায় বর্তমানে দুটি কেন্দ্রক ক্ষমতার অনুশীলন চলছে। একটি ফজরে লিবিয়া-চালিত সরকার, অপরটি আব্দুল্লাহ আল তানি প্রশাসন।



মন্তব্য চালু নেই