উত্তাল বুরুন্ডি: বাড়ছে মৃতের মিছিল, অনড় রাষ্ট্রপ্রধান

বুরুন্ডিতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি এবং বাড়ছে মৃতের মিছিল। শুক্রবারের সংঘর্ষে এক বেসামরিক নাগরিকসহ দুই পুলিশ নিহত হওয়ায় আবারও আন্তর্জাতিকে গণমাধ্যমের দৃষ্টি পড়েছে আফ্রিকার এ দেশটির ওপর।

সংবিধান লঙ্ঘন করে তৃতীয়বার ক্ষতারোহনের অভিযোগ আনা হয়েছিল রাষ্ট্রপ্রধান পিয়েরে কুরুনজিজার ওপর। ওটাই রাজপথে নামিয়ে আনলো বিক্ষোভকারীদের। কুরুনজিজা তাদের শক্তহাতে দমন করার নির্দেশ দিয়ে রেখেছেন পুলিশের ওপর।

জানা গেছে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। প্রায় ৬০০ জনকে বিশৃঙ্খলা ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

রেডক্রসের দেয়া তথ্য অনুযায়ী গিত ছয় দিনে সাতজন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছেন।

পুলিশের প্রধান মুখপাত্র পিয়েরে কুরিকিযে জানিয়েছেন দেশটির বুজুমবুার জেলায় কামেঙ্গে শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সংঘর্ষের এ ধারাবাহিকতা বজায় আছে একই জেলার অপরাপর শহরেও।

বুজুমবুরা বিগত একটি সপ্তাহ ধরে চরম অস্থিরতা অতিক্রম করছে। ২০০৫ সালে বুরুন্ডির গৃহযুদ্ধের অবসান ঘটার পর এটিই প্রথম বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ।



মন্তব্য চালু নেই