‘এডেনে এবার ঘরে ঘরে গিয়ে হত্যা করা হচ্ছে’

ইয়েমেনের বন্দর নগরী এডেনে তুমুল লড়াই চলছে বিদ্রোহী হুতি ও প্রেসিডেন্টপন্থি বাহিনীর মধ্যে। এত দিন এডেনে যত সংঘর্ষ হয়েছে, তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষ সবচেয়ে ভয়ানক।

এডেন আন্তর্জাতিক বিমানবন্দর দখল করা নিয়ে যুদ্ধ সংঘর্ষ শুরু হয়। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী ‘পপুলার রেসিস্ট্যান্স কমিটিস’ হুতিদের বিমানবন্দর থেকে হঠিয়ে দিতে হামলা চালায়। হুতিরা প্রতিরোধ গড়লে শুরু হয় তুমুল সংঘর্ষ। হুতিদের সঙ্গে যোগ দেয় প্রাক্তন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহির অনুগত যোদ্ধারা।

সৌদি আরবের নেতৃত্বে সামরিক হামলার সময় হুতিদের দখল করা অনেক স্থান পুনর্দখল করে সরকারপন্থি বাহিনী। সেই স্থানগুলোতে আবার হানা দিচ্ছে হুতিরা।

এদিকে হুতি ও সরকারপন্থিদের সংঘর্ষে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে এডেনের সাধারণ মানুষ। আহমেদ আল আওগারি নামে একজন স্থানীয় কর্মী রয়টার্সকে জানিয়েছেন, ‘ঘরে ঘরে গিয়ে নারী ও শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে। সাধারণ মানুষ রাস্তায় গুলিতে নিহত হচ্ছে। কখনো কখনো ট্যাঙ্কের গোলার মুখে পড়ে ছিন্নভিন্ন হয়ে উড়ে যাচ্ছে তাদের দেহ।’

এডেনে সৌদি আরবের বিমান হামলায় কমপক্ষে পাঁচ হুতি বিদ্রোহী নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৩ জন।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।



মন্তব্য চালু নেই