বুধে নাসার মহাকাশযান বিধ্বস্ত

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশযান। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় সেটি বুধের পৃষ্ঠে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

সৌরমণ্ডলের এই গ্রহ পৃথিবীর উপগ্রহ চাঁদের চেয়ে কিছুটা বড়। কিন্তু সূর্যের খুব কাছাকাছি এর অবস্থান হওয়ায়, বুধ সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য নেই মহাকাশ বিজ্ঞানীদের কাছে।

নাসার মহাকাশযান ম্যাসেঞ্জার প্রায় চার ধরে পর্বতময় গ্রহ বুধে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ করছে। বৃহস্পতিবার কক্ষপথ থেকে ছিটকে বুধের পৃষ্ঠে আছড়ে পড়ে ম্যাসেঞ্জার। প্রায় ১৪ হাজার কিলোমিটার গতিতে এটি আছড়ে পড়ে। এর ফলে বুধের পৃষ্ঠে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে।

২০১১ সালে বুধের কক্ষপথে প্রবেশ করে ম্যাসেঞ্জার মহাকাশযান। সেই থেকে চার বছর এই বুধের পরিবেশের ওপর গবেষণা করছে সেটি।

৪৫০ মিলিয়ন ডলার খরচ করে বুধের কক্ষপথে পাঠানো হয় ম্যাসেঞ্জারকে। মহাকাশযানটির ওজন ছিল ৪৮৫ কিলোগ্রাম। নাসার বিজ্ঞানীরা জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে এটি তৈরি করেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই