লাহোরের ‘কোমল বিপ্লবে’ নিহত ৮

মঙ্গলবার ‘কোমল বিপ্লবের’ ডাকে লাহোরে এক সমাবেশ আয়োজন করা হলে তাতে পুলিশী অভিযানে ৮ জন নিহত হন। আহতের সংখ্যা ৮৫।

পাকিস্তানের মধ্যমপন্থী ইসলামি নেতা একইসঙ্গে কানাডার নাগরিক ড. তাহিরুল কাদরি কানাডায় অবস্থানকালেই পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিতাবস্থা নিরসনে ‘কোমল বিপ্লবের’ ডাক দেন।

তিনি ‘পাকিস্তান আওয়ামী তেহরিক (পাত)’ নামের একটি মধ্যমপন্থী রাজনৈতিক দলের প্রধান এবং সম্প্রতি সরকারবিরোধী জোট গঠনে বিদেশের মাটিতে থেকেই বিশেষ তৎপরতা প্রদর্শন করছেন।

আগামি ২৩ জুন তার পাকিস্তানে ফেরার কথা রয়েছে।

লাহোর মডেল টাউনে ড. তাহিরুল কাদরির আবাস (যা কিনা দলীয় কার্যালয়ও বটে)-এর সামনে তার দলীয় সমর্থকেরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

পুলিশ লাহোর মডেল টাউনের রাস্তায় বিক্ষোভকারীদের বসানো একাধিক ব্যারিকেড সরিয়ে দিতে শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ‘পাত’-এর নেতাকর্মীরা।

সংঘর্ষের প্রারম্ভে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে এবং ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করে। প্রতিবাদে দলীয় কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে।

এ পর্যায়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং গুলিতে ৮ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু।

আহত ৮৫ জনের মধ্যে ১৭ জন পুলিশ সদস্য।



মন্তব্য চালু নেই