এভারেস্টে তুষারধসের ভিডিও

নেপালে গত শনিবার সকালে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূকম্পনের পর রবিবারও দেশটিতে একাধিক ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে একাধিকবার তুষারধসের ঘটনা ঘটেছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে ৬ হাজারেরও বেশি লোক।

এখন পর্যন্ত এভারেস্টে অবস্থান করা ২২ পর্বতারোহীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরও ৬২ জন। এ ছাড়া এখনও ২ শতাধিক পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

এভারেস্টে অবস্থান করা পর্বতারোহীদের অনেকেই ওই তুষারধসের ভিডিওচিত্র ধারণ করেছেন। গত শনিবার ভয়াবহ তুষারধসের ঘটনার ভিডিওচিত্র পাঠকদের জন্য দেওয়া হলো—

nepal-quake-broken-road_650x400_41429949851 nepalquake2 nepal2 nepal_0

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Gl69xq6H6G4



মন্তব্য চালু নেই