ভূমিকম্পে বঙ্গবাজারে হেলে পড়েছে ৫ তলা মার্কেট

ভূমিকম্পে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের সমানে রাজধানীর বঙ্গবাজারে বরিশাল প্লাজা নামের একটি পাঁচতলা মার্কেট হেলে পড়েছে।

এসময় ওই ভবনের সব ব্যবসায়ী, ক্রেতা ও দোকানীরা ভয়ে নিচে নেমে আসে। ভবন হেলে পড়ায় আশেপাশের মানুষের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে হেলে পড়া ওই ভবনটিতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজা নামে একটি মার্কেট হেলে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

এদিকে ভারতের উত্তর-পূর্বে এবং নেপালেও একই সময়ে ৭ দশমিক ৪ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলে এর গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার। এটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৭৩৩ কিলোমিটার দূরে নেপালের পোখারায়। এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।



মন্তব্য চালু নেই