ইয়েমেনে ফের সৌদির বিমান হামলা

ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের ওপর আনুষ্ঠানিক বিমান হামলা বন্ধের কয়েক ঘণ্টা পর ফের সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট।

হুতি বিদ্রোহীদের দমন ও বেসামরিক লোকদের রক্ষার উদ্দেশ্যে ‘অপারেশন রিনিউয়াল অব হোপ’নামের নতুন ওই অভিযানের অংশ হিসেবে বুধবার ইয়েমেনের বন্দরনগরী এডেনে বিমান হামলা চালায় জোট। মধ্যঞ্চলীয় শহর তায়েজে সরকার সমর্থিত ব্রিগেডের একটি হেডকোয়ার্টার হুতিরা দখলে নেওয়ার পর তাদের লক্ষ্য করেও বিমান হামলার পাওয়া গেছে।

এডেনের গভর্নর নায়েফ আল বাকরি জানান, হুতি যোদ্ধা ও তাদের মিত্রদের ট্যাংক লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়। তবে এতে হতাহত হয়েছে কি-না জানা যায়নি।

তায়েজের এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, দুই পক্ষের তীব্র লড়াইয়ের পর সরকার সমর্থিত নৌবাহিনীর বেশ কিছু সেনা আহত ও নিহত হওয়ার পর শহরের উপকণ্ঠে অবস্থিত ৩৫তম আর্মড ব্রিগেডের দফতর দখলে নেয় হুতিরা। সেখানে বিমান হামলার তীব্র আওয়াজ শোনা গেছে।

সরকার সমর্থিত সেনা ও হুতি বিদ্রোহীদের মধ্যে বুধবার এডেন, লাহজ ও দালেহ শহরে স্থল যুদ্ধের খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এর আগে, মঙ্গলবার ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে চার সপ্তাহের বিমান হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি।



মন্তব্য চালু নেই