যুবলীগ নেতা চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম মেম্বার এনায়েত কবীর চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর দেড়টার দিকে তার ধানমণ্ডির ১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার নিচতলার গ্যারেজের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ধরণা করছে, বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
ঘটনাস্থলে সিআইডি ও ডিবি পুলিশের টিম পরিদর্শন করেন।
মন্তব্য চালু নেই