বিজয় সমাবেশে যৌন হেনস্থা, ক্ষমা চাইলেন মিশরের নয়া প্রেসিডেন্ট

দিলীপ মজুমদার, কলকাতা : ক্ষমতায় এসেই ক্ষমাপ্রার্থনা। মিশরে সদ্য শপথ নিয়ে প্রেসিডেন্ট পদে বসা আবদেল-ফাতাহ এল-সিসি সম্প্রতি তাঁর বিজয় উত্সবের অনুষ্ঠানে ভিড়ের মধ্যে এক মহিলার যৌন হেনস্তার অভিযোগ ঘিরে শোরগোল উঠেছে।সেই মহিলার সঙ্গে দেখা করে তাঁর কাছে ক্ষমা চাইলেন সিসি।সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, স্থানীয় টিভি চ্যানেলগুলি সেই দৃশ্য সম্প্রচার করে।তাতে দেখা যাচ্ছে, দৃশ্যতই বিমূঢ় প্রেসিডেন্ট কায়রোর এক হাসপাতালে ভর্তি ওই মহিলার সামনে দাঁড়িয়ে আছেন।প্রাক্তন সামরিক প্রধান সিসিকে বলতে শোনা গিয়েছে, আপনাকে, মিশরের সব মহিলাকে বলতে এসেছি, আমি লজ্জিত। প্রত্যেক মহিলার কাছে ক্ষমা চাইছি আমি।

গত রবিবার এল-সিসির বিজয় উত্সবে শামিল হতে এসে একাধিক মহিলা যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ

বছরখানেক আগে দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি।সেই তিনিই মে মাসে অনুষ্ঠিত ভোটে ৯৬.৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে বসেছেন।কিন্তু তাঁর চলার পথে গোড়াতেই কাঁটা।বিছিয়েছে বিজয় সমাবেশে নারী নিগ্রহের অভিযোগ।।

তবে মহিলাদের ওপর ।যৌন আক্রমণের ঘটনা মিশর সমাজের অন্ধকারতম দিকগুলির একটিকে তুলে ধরছে বলে অভিমত পর্যবেক্ষকদের।



মন্তব্য চালু নেই