সৈকতে যৌনকর্ম, দম্পতি শ্রীঘরে
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সমুদ্র সৈকতে পর্যটকদের সামনেই যৌনকর্ম করায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, সৈকতে কোমর পানিতে নেমে তারা মিলিত হন। কিন্তু ঢেউ সরে গেলে তাদের যৌনক্রীড়া প্রকাশ হয়ে পড়ে। এ অবস্থায় পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটকরা বিব্রতকর অবস্থায় পড়েন।
ফিলাডেলফিয়া থেকে ওই দম্পতি সৈকতে বেড়াতে এসেছিলেন। ছেলেটির বয়স ২৭ ও মেয়েটির বয়স ২৩।
যৌনকর্মরত অবস্থায় তারা পুলিশের কাছে ধরা পড়েন। পুলিশ দেখে ছেলেটি পানিত ডুব দিয়ে লুকাতে চেষ্টা করে। অন্যদিকে মেয়েটি ব্যস্ত হয়ে পড়ে বিকিনি সামলাতে।
মন্তব্য চালু নেই