তরুণীর কাণ্ড!

জার্মনির ফ্রাঙ্কফুটে বুধবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) সংবাদ সম্মেলন চলছিল। এ সময় হুট করে এক তরুণী ছুটে এসে উঠে যান ইসিবি চেয়ারম্যান মারিও দ্রাঘির সামনের টেবিলটির ওপর। ওই তরুণী তার হাতে থাকা এক গাদা লিফলেট ছুড়ে মারেন ইসিবি কর্মকর্তাদের মুখের ওপর। সেই সঙ্গে তিনি স্লোগান দিচ্ছিলেন ‘ইসিবির একনায়কতন্ত্র বন্ধ কর’। তার গায়ে যে টিশার্টটি ছিলো তাতেও একই স্লোগান লেখা ছিল।

02ধারণা করা হচ্ছে ওই তরুণীর নাম জোসেফিন উইট এবং তিনি একজন রাজনৈতিক কর্মী। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে পাঁজাকোলে জোসেফিনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এর আগে অবশ্য তিনি ইসিবি কর্তাদের কষে গাল দিয়েছেন। কেই হতাহত না হলেও নিরাপত্তার স্বার্থে ইসিবি চেয়ারম্যানকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই তরুণীকে সরিয়ে নিয়ে যাওয়ার ১০ মিনিট পর আবারও সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রসঙ্গত, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের বানিজ্যনীতিকে অনেকেই জনস্বার্থ বিরুদ্ধ বলে দাবি করে এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।



মন্তব্য চালু নেই