সন্তানে অনাগ্রহী সাইফ-কারিনা
বলিউডের কোনো তারকা বিয়ে করা মানেই, পত্রিকায় অন্তঃস্বত্তার খবর বের হওয়া। সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছিলেন সাইফ-কারিনা দম্পতি। কিন্তু গুজবের ডালপালা বড় হওয়ার আগেই, কারিনা সবকিছু সামলে নেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে কারিনার একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় তিনি অন্তঃস্বত্তা। আর এই ছবি কারিনার নজরে আসা মাত্রই গুজবেরে ঢালপালা কেটে দেন তিনি। কারিনা জানান, এই মুর্হূতে সন্তান নেয়ার কোনো ইচ্ছাই নেই তার। এমন কি স্বামী সাইফেরও একই মত। তাই তার অন্তঃস্বত্তার খবরটি সম্পূর্ণ ভুয়া।
এদিকে সাইফের প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাই স্বাভাবিক ভাবেই সন্তান নেয়র প্রতি এই মুর্হূতে কোনো আগ্রই নেই পাতৌদির রাজ পরিবারের এই সদস্যের।
অন্যদিকে কারিনার মতে,সন্তান জন্ম দিলে, বলিউড ছেড়ে দিয়ে সন্তানের যত্ন নিবেন। তাই আপাতত ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।
মন্তব্য চালু নেই