যুবক টানতে কাজাখ সেনাবাহিনীর সুন্দরী প্রতিযোগিতা

‘পালাবি কোথায়’? হুমায়ুন ফরীদি পালাতে পারেননি শেষতক। সুবর্ণা মুস্তাফা, শাবানা, চম্পা— তিন প্রেমিকার হাতে ঠিকই ধরা খেতে (উত্তম-মাধ্যম) হয়েছিল তাকে।

কাজাখস্তান সেনাবাহিনী এমন এক প্রতিযোগিতার আয়োজন করেছে যে, বাংলা এই সিনেমার নামটা প্রথম চিন্তায় মাথায় এসে গেল, ‘পালাবি কোথায়’।

যুবকরা যেন ঝাঁক বেধে সেনাবাহিনীতে যোগ দেয়, এই প্রত্যাশায় কাজাখ সেনাবাহিনী ‘মিস আর্মি’ প্রতিযোগিতার আয়োজন করেছে।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে ১২৩ নারী সৈনিককে প্রতিযোগিতার জন্য মনোনীত করেছে। ওই ‘সুন্দরী সৈনিক’দের ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে। দর্শকরা পছন্দের ‘সুন্দরী’কে ভোট দিতে পারবেন অনলাইনেই।

প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী সৈনিকদের তিন ধরনের ছবি দেওয়া হয়েছে। সৈনিকের পোশাক পরে একটা, অস্ত্রসহ একটা, আরেকটা সাধারণ পোশাকে।

এরই মধ্যে ছবিগুলো অনলাইনে ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। কাজাখ যুবকরা বোধহয় আর পালিয়ে থাকতে পারবেন না!

Miss-Army-Competition in-the

সূত্র : মিরর।



মন্তব্য চালু নেই