‘শেষ সাক্ষাতের সুযোগ না দিলে তা হবে অসাংবিধানিক’

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেছেন, বাবার সঙ্গে শেষ সাক্ষাতের সুযোগ না দিলে তা হবে অসাংবিধানিক। আমরা বুধবার যখন বাবার (কামারুজ্জামান) সঙ্গে দেখা করি, তখন জেল কর্তৃপক্ষ বলেছেন, এটাই শেষ সাক্ষাৎ নয়। পরে সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, শেষ সাক্ষাতের সময় কোলাকুলি করার সুযোগ থাকে, কাছাকাছি দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকে। বুধবার আমাদেরকে তেমনটি করতে দেওয়া হয়নি। বেশ দূরে থেকে আমরা কথা বলেছি। সরাসরি সাক্ষাৎ হয়নি।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি শুক্রবার রাতেই কার্যকর হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চ পদস্থ এক কর্মকর্তা বলেন, আজ (শুক্রবার) রাত ১২টা ১ মিনিট অথবা ভোর রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।

এদিকে পুলিশ সদর দফতরের বিশেষ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।



মন্তব্য চালু নেই