স্পেনে জঙ্গি সন্দেহে নয়জন গ্রেপ্তার

স্পেনে ইসলামি সশস্ত্র দলগুলোকে চিহ্নিত ও রহিত করার জন্যে ‍চিরুণী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের আওতায় বুধবার দেশটির কাতালোনিয়া অঞ্চল থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ‍পুলিশের ভাষ্যমতে- ধৃত ব্যক্তিরা কোনো সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত হতে পারেন।

কাতালান পুলিশের এক মুখপাত্র বলেন, ধৃত ব্যক্তিদের নামে আগেও একাধিক অভিযোগ লিপিবদ্ধ হয়েছে পুলিশের রেকর্ডখাতায়। তারা কোনো সংঘবদ্ধ চক্রের অংশ। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে মূল চক্রকে উদ্দেশ্য করে শিগগিরই পরিচালিত হবে বিশেষ অভিযান।

স্পেনে সাম্প্রতিক সময়ে ৩০ জনকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্র হয়ে গেছে মুসলমান তরুণরা ক্রমশ একটি বৃহৎ নাশকতার জন্যে সংঘবদ্ধ হচ্ছে। তাদের সে পথ থেকে ফেরানোর জন্যে এবং সিরিয়া ও ইরাকগমন ঠেকানো জন্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই