এবার মা হিসেবে উটকে !
গরুর মাংস নিষিদ্ধ হওয়ার পর পর এবার ভারতে নিষিদ্ধ হলো উটের মাংস। ইতিমধ্যে ভারতের রাজস্থানে উটের গোসতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের দৈনিক ‘খবরিয়ান’।
খবরে বলা হয়, ভারতের রাজস্থানে গাভীর গোসত নিষিদ্ধের পর এবার উট জবাই ও উটের গোসত খাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি উট রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
মন্তব্য চালু নেই