৬৬ দিন পর সমুদ্র থেকে নাবিক উদ্ধার
সমুদ্রের বুকে নিখোঁজ হয়ে যাওয়ার ৬৬ দিন পর এক মার্কিন নাবিককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার একটি জার্মান ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারেলিনার উপকূল দিয়ে যাওয়ার সময় ওই নাবিকের খোঁজ পায়। খবর বিবিসির।
গত জানুয়ারির শেষদিকে ৩৭ বছর বয়সী নাবিক লুইস জর্ডানের পরিবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে। এর পর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড নানা স্থানে তল্লাশী চালিয়েও তাকে খুঁজে পায়নি।
একপর্যায়ে জর্ডানের পরিবার তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন সময় গত বৃহস্পতিবার হঠাৎ করে জর্ডানের বাবার কাছে ফোন আসে। জার্মান জাহাজ থেকে দেওয়া ওই কলে আবেগতাড়িত কণ্ঠে ‘আমি ভাল আছি’ বলে উল্লেখ করেন জর্ডান।
এর পর মার্কিন কোস্টগার্ডের সদস্যরা হেলিকপ্টারে করে জর্ডানকে নিয়ে আসেন।
জর্ডান জানান, বৃষ্টির পানি ও সমুদ্র থেকে ধরা মাছ (সিদ্ধ না করে) খেয়ে এই ৬৬ দিন কাটিয়েছেন তিনি।
তার ৩৫ ফুট দৈর্ঘ্যের নৌকাটি ভেঙে গিয়েছিল। জার্মান জাহাজটির কর্মীরা উদ্ধারের সময় নৌকার ভাঙ্গা অংশে বসা অবস্থায় দেখতে পান জর্ডানকে।
মন্তব্য চালু নেই