শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া স্বর্ণের দাম প্রায় ছয় কোটি টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে হংকং থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘হংকং থেকে আসা কার্গো বিমানের (সিএক্স ৪৯) একটি কাঠের বাক্স থেকে এ ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রত্যেকটা বাররের ওজন ১ কেজি। কার্গো হোল্ডারটি হংকং গ্লোবাল ইন্টারন্যাশনাল পাঠিয়েছে ঢাকার জারা ইন্টারন্যাশনালকে।’

তিনি আরো জানান, উদ্ধার হওয়া স্বর্ণের দাম প্রায় ছয় কোটি টাকা। অপরাধীদের আটকের চেষ্টা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই