বাড়ছে মোবাইল ফোনের কলচার্জ
মোবাইল ফোন ব্যবহারের ওপর নতুন করে সারচার্জ আরোপ করা হচ্ছে। এজন্য উন্নয়ন সারচার্জ ও লেভি আইন ২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে মোবাইল ফোনের কলচার্জ বাড়ছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁঞা সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনের ফলে সরকার মোবাইল গ্রাহকদের কাছ থেকে উন্নয়ন সারচার্জ বা লেভি আদায় করতে পারবে।
তিনি আরো জানান, মোবাইল ফোনে শতকরা একভাগ সারচার্জ আরোপ করা হবে। এতে বছরে একশো চল্লিশ কোটি টাকা আয় হবে। আর এসব টাকা স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হবে।
মন্তব্য চালু নেই