ইয়েমেনে সংঘর্ষে নিহত ১২০

ইয়েমেন সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ ওমরানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সরকারি এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

ওমরান প্রদেশের ডেপুটি গভর্নর আহমেদ আল বেকরে বলেন,‘সোমবার ওমরান প্রদেশে শি’ইতি মুসলিম হাউথি বিদ্রোহীদের উপর হামলা চালায় সরকারি বাহিনী। এ সময় সংঘর্ষে ১২০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ২০ সেনা সদস্য ও ১০০ জন বিদ্রোহী রয়েছে। তবে সোমবার সন্ধ্যায় বিদ্রোহীদের সঙ্গে আলোচনা পর থেকে সংঘর্ষ বন্ধ রয়েছে।’

২০১১ সালে আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগের পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। উত্তর ও দক্ষিণ অংশে অনেক সংগঠন সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। গত কয়েক মাস থেকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ ওমরানে সরকারি বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে শি’ইতি মুসলিম হাউথি নামের সংগঠনটি।



মন্তব্য চালু নেই