পটকা মাছ খেয়ে প্রাণ গেলো শিশুর, অজ্ঞান ৩
রাজধানীর হাজারীবাগে পটকা মাছ খেয়ে এক শিশু মারা গেছে। একই পরিবারের আরো তিন সদস্য গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনসহ (১৩) একই পরিবারের চারজনকে অজ্ঞান অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় চিকিৎসকরা আখতারকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন আখতারের বাবা ইসলাম উদ্দিন (৪০), মা আমেনা (৩৫) এবং ছোটভাই আরিফ (৮) এখনো অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন।
প্রতিবেশিরা জানান, আজ দুপুরে তারা মাছ কিনে এনে বেশ আনন্দ-উল্লাস করেই খাচ্ছিলেন। হঠাৎ একজন অজ্ঞান ভাব করলে অন্যদের চিৎকারে আমরা এগিয়ে যাই। হাসপাতালে নিতে নিতেই তারা অজ্ঞান হয়ে পড়েছেন।
মন্তব্য চালু নেই