বেলগাছিয়ায় আগুনে পুড়ে গেছে সাত বাস

বেলগাছিয়ায় সিটিসি-র একটি ডিপোতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সাতটি বাস। সোমবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানিয়েছে, ভোরের দিকে ডিপোয় আগুন জ্বলতে দেখেন নিরাপত্তাকর্মীরা। তাঁরাই দমকলে খবর দেন। ইতোমধ্যে পাশাপাশি থাকা একের পর এক বাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ডিপোর শেডের একাংশও পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি ট্রাম। এর পর দমকলের ছয়টি ইউনিট সকাল পৌনে ৭টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, ডিপোর পাশেই কয়েক জন বাসচালক থাকেন। আগুন লাগার খবর পেয়ে তাঁরাই ঘটনাস্থল থেকে ২৭টি বাস অন্যত্র সরিয়ে নিয়ে যান। তবে তার আগেই সাতটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ট্রামের ওভারহেড তার বা ব্যাটারিতে শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই