বাড়িতে পাঁচ নবজাতকের লাশ

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বাড়ির ফ্রিজের ভেতর থেকে পাঁচ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল আইটেলি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দক্ষিণ বোর্ডিয়াক্স এলাকার ওই বাড়িতে থার্মাল ব্যাগের মধ্যে নবজাতক এক শিশুর লাশ দেখতে পান গৃহকর্তা। পরে তিনি পুলিশে খবর দিলে বাড়িতে তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে আরও চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

৪০ বছর বয়সী ওই কৃষিজীবী তদন্তকারী কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি এবং ১৩ ও ১৫ বছরের দুই মেয়ে এই নবজাতকদের বিষয়ে কিছুই জানতেন না। এ ঘটনায় তার ৩৫ বছরের স্ত্রীকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার মানসিক রোগের ইতিহাস নেই।

এই নবজাতকদের হত্যা করা হয়েছে নাকি জম্মানোর আগেই এদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে শুক্রবার তাদের ময়না তদন্ত করা হবে।



মন্তব্য চালু নেই