ইয়ান গৌল্ড ও আলিম দারের কুশপুতুল দাহ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে আম্পায়ার ইয়ান গৌল্ড ও আলিম দারের কুশপুতুল পুড়িয়েছেন ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা।

বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে কুশপুতুল পোড়ানো হয়। এ সময় তারা আইসিসি ও দুই আম্পায়ারের বিরুদ্ধে স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া তিনটি ভুল সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির ষড়যন্ত্রের অংশ। এ ঘটনার তদন্ত হওয়া উচিত।’

গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘বাংলাদেশ দলের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে আইসিসিতে থাকা বিসিবির সব কর্মকর্তার পদত্যাগ করা উচিত। এসব ভুল সিদ্ধান্তের তদন্ত হওয়া দরকার।’



মন্তব্য চালু নেই