‘গ্যাং রেপ’ থিমের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড় (ভিডিও)
‘গ্যাং রেপ’ থিমের সেই বিজ্ঞাপনটি নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে প্রখ্যাত ফ্যাশন ইনস্টিটিউট দোলসে ও গাবানার ব্যানারে। ২০০৭ সালে এই বিজ্ঞাপনের ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। ইতালিয়ান সংবাদ মাধ্যাম থেকে নিষিদ্ধ হয়েছিল সে ছবি। এতদিন পর সে ছবি আবার নতুন করে টুইটারে। তাই বিজ্ঞাপনটি নিয়ে চারদিকে আবার বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।
কেউ কেউ বলছেন সারা দুনিয়া জুড়ে যেভাবে ধর্ষণ নামক ব্যাধি মাথাচাড়া দিচ্ছে তারই প্রকাশ এ ছবি। আবার কারও মতে, বিজ্ঞাপনে এ ধরনের ছবি ভয়ংকর ও বিরক্তিকরও। ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজকর্ম নিয়েও সমালোচনায় মুখর বিশ্ববাসী। অনেকের মতে, এ ছবিই প্রমাণ করছে, নারীদের ফ্যাশন ইন্ডাস্ট্রি কীভাবে পণ্য করে তুলেছে। আদতে যে পর্নোগ্রাফিই ক্রমশ ফ্যাশনের মূলধারা হয়ে উঠছে, এমন কথাও বলছেন কেউ কেউ।
সম্প্রতি আরও এক বিষয়ে বিতর্কের স্বীকার হয়েছে দোলসে ও গাবানা। ‘আইভি’ এফ পদ্ধতিতে সন্তানধারণের বিষয়কে কেন্দ্র করে তাদের ‘সিন্থেটিক’ মন্তব্যের বিরোধিতা করেন নানা মহল।
ভিডিও লিঙ্ক :
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=lmX4Cv3I08o
মন্তব্য চালু নেই