গৌতম বুদ্ধের কানে হেডফোন, ৩ জনের কারাদণ্ড
একজন নিউজিল্যান্ডের নাগরিকসহ আরো দুইজনকে ধর্ম অবমাননার দায়ে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। একটি বারে (মদের দোকান) কম খরচে মদ পানের একটি বিজ্ঞাপনে গৌতম বুদ্ধর কানে হেডফোন লাগানো অবস্থায় দেখানোয় গত ডিসেম্বরে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, দেশটিকে ধর্ম অবমাননা একটি শাস্তিযোগ্য অপরাধ।
নিউ জিল্যান্ডের নাগরিক ফিলিপ ব্ল্যাকউড ইয়াঙ্গুনে ‘ভিগ্যাস্ট্রো বার’ নামের একটি মদের দোকানের ম্যানেজার হিসেবে কাজ করতেন। তার সাথে বারটির মালিক তুন থুরেইন ও তার সহকর্মী টুট কোকো লুইনকে একই অভিযোগে আড়াই বছরের কারা দণ্ডাদেশ দেয়া হয়েছে।
তবে তারা তাদের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার সকল অভিযোগ অস্বীকার করেছেন। দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
ফেসবুকে পোস্ট করা ওই পোস্টারটিতে গৌতম বুদ্ধকে একদল নেশাগ্রস্থ লোক দ্বারা ঘিরে থাকতে দেখা যায়। এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। গত কয়েক বছরে দেশটিতে বৌদ্ধ ধর্মীয় জাতীয়তাবাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে।
সূত্র: বিবিসি
মন্তব্য চালু নেই