টিভি শোতে নাচলেন মিশেল ওবামা (ভিডিও)
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবার ‘দ্য এলেন ডি জেনেরেস শো’ নামে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে গানের সঙ্গে পা মেলালেন। মার্ক রবিনসন ও ব্রুনো মার্সের গাওয়া জনপ্রিয় একটি গানের তালে তালে নাচ করেছেন তিনি।
এলেন ডি জেনেরেসের একটি শোতে ‘লেটস মুভ’ নামের একটি অভিযানের ৫ বছর উদযাপনে হাজির ছিলেন ৫১ বছর বয়সী আমেরিকার ফার্স্ট লেডি মিশেল। এই অভিযানের লক্ষ্য, মানুষকে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও শরীরচর্চা সম্পর্কে সচেতন করা।
সেই উপলক্ষ্যেই মিশেল নিজেও গানের সঙ্গে পা মেলান ও সকলকে শারীরিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন।
শুধু মিশেলই নন, এই সংস্থার সঙ্গে জড়িত আছেন আরও অনেক তারকা।
মন্তব্য চালু নেই