স্মার্টফোনের সঙ্গে নেই ওবামা

প্রযুক্তির এই জয়-জয়াকারের যুগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু কাউকে বার্তা পাঠান না। টুইটারও ব্যবহার করেন কালেভদ্রে। এমনকি কথা রেকর্ড করা যায় এমন স্মার্টফোনও নেই তার। বৃহস্পতিবার ওবামা স্বয়ং এ কথা জানিয়েছেন।

তবে কি বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তি কি প্রযুক্তিবিমুখ? আসলে তিনি প্রচারবিমুখ নন, নিরাপত্তার খাতিরেই দূর থাকতে বাধ্য হন এসব আধুনিক প্রযুক্তির কাছ থেকে।

এবিসি টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘আমি সাধারণত নিজে টুইট করি না। কাউকে ই-মেইল কিংবা মোবাইলে বার্তা পাঠাই না। এখনও আমি ব্ল্যাকবেরি ফোনটিই ব্যবহার করি।’

তবে ওবামার কিশোরী কন্যাদ্বয় কিন্তু ঠিকই স্মার্টফোন ব্যবহার করে। শুধু তাই নয়, তারা বন্ধুদের সঙ্গে মোবাইলে বার্তাও চালাচালি করে বলে ওবামা জানান। তবে নিরাপত্তার খাতিয়ে তার সর্বশেষ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে বলে জানান ওবামা।

ওবামা জানান, ‘রেকর্ডার আছে এমন ফোন আমি ব্যবহার করতে পারি না। নিরাপত্তার কারণে প্রযুক্তির অনেক অত্যাধুনিক সেবাই আমি নিতে পারি না।’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ই-মেইল বিতর্কের বিষয়টি উল্লেখ করে অনুষ্ঠানের সঞ্চালক জিমি কিমেল ওবামাকে হিলারির নতুন ই-মেইলের ঠিকানা জানতে চান।

এ সময় ওবামা মজা করে বলেন, ‘আমি তা আপনাকে বলতে পারবো না। আমার মনে হয় না হিলারি তার ই-মেইল এ্যাড্রেস আপনাকে জানাতে চান।’

ওবামার হোয়াইট হাউসের জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অনেক দিন তিনি গাড়ি চালান না। রান্নাও করেন না।

কেনিয়াতে প্রায়ই গাড়ি নিয়ে বের হতেন বলে জানান ওবামা। সূত্র : রয়টার্স



মন্তব্য চালু নেই