নামে ইসলামিক, কাজে অনৈসলামিক: জর্দানের রাণী (ভিডিও)

সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন আইএসআইএস এর নামের আগে ‘ইসলামিক’ শব্দটা থাকলেও তাদের কোনো কাজে ইসলামের কোনো ছাপ নেই উল্লেখ করে জর্ডানের রাণী রানিয়া মন্তব্য করেছেন, তাদের নামের আগ থেকে ‘আই’ শব্দটা বাদ দিয়ে দিন, তাহলেই এখানে আর ইসলামের কিছু থাকবে না।

হাফিংটন পোষ্টের এডিটর-ইন-চীফ আরিয়ানা হাফিংটনের সাথে একটি সম্মেলনে আলোচনার সময় এমন মন্তব্য করেন তিনি। রাণী বলেন, ‘আইএস আসলে মানুষের ধর্ম নিয়ে কাজ করছেনা, বরং তারা সাধারন মানুষের ধর্মান্ধতাকে পুঁজি করছে। বিশ্ব সম্প্রদায়ের উচিত তাদের কর্মকাণ্ডকে ধর্মের সাথে না গুলিয়ে ফেলা। কারণ আমরা যখন তাদের সন্ত্রাসবাদকে ইসলামের সাথে মিশিয়ে প্রচার করি তাহলে এটা কিন্তু তাদেরকে এক ধরনের বৈধতা দেয়া হয়।’

আইএসআইএস নিজেদেরকে ইসলামিক বলে দাবি করে। এবং তাদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপকেই তারা অনৈসলামিক বলে দাবি করে। আইএসের বিরুদ্ধে এখন যে যুদ্ধ চলছে তাতে মুসলিম দেশগুলোরই নেতৃত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাণী।



মন্তব্য চালু নেই