“কোরান নিয়ে প্রশ্ন করো, রসুলকে মানো না, ব্যস, মরো” : তসলিমা
বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মঙ্গলবার রাত ২টা ৪মিনিটে তার ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, কোরান নিয়ে প্রশ্ন করো, রসুলকে মানো না, ব্যস, মরো।
নিচে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
সৌদি আরব আরেক নাস্তিককে পাবলিক প্লেসে মুণ্ডু কাটতে যাচ্ছে। কোরান নিয়ে প্রশ্ন করো, রসুলকে মানো না, ব্যস, মরো। প্রত্যেকটা মুসলিম দেশে আল্লাহর আইন বাধ্যতামূলক হওয়া উচিত। নিজেকে মুসলিম বলছো, দেশটাকেও মুসলিম বলছো, রাষ্ট্রধর্ম ইসলাম, লক্ষাধিক মসজিদ আছে নামাজ পড়ার, লক্ষাধিক মাদ্রাসা আছে কোরান শেখার, খৎনা করছো, টুপি হিজাব সব পরছো, রমজানে তিরিশ রোজা রাখছো, শবেবরাত, শবেকদর, ঈদে মিলাদুন্নবী সবই পালন করছো, খুরমা খেজুর খাচ্ছো, হজ্বে যাচ্ছো পাপের ক্ষমা আনতে, অসুখে বিসুখে জমজমের পানি পান করছো, কিন্তু আইনের বেলায় খ্রিস্টানদের আইন মানো কেন?
আইনটাও ভালোয় ভালোয় মুসলিম করো। মুক্তচিন্তকদের মুণ্ডু কেটে ফেলো, মেয়েদের ঘরবন্দি করো, পুরুষ অভিভাবক ছাড়া ওদের ঘরের বাইরে যাওয়া বন্ধ করো, ধর্ষিতাদের, ব্যাভিচারিনীদের চাবুক মারো, জেলে ভরো। শুধু পারিবারিক আইনটি্তেই আল্লাহর আইন খানিকটা রেখেছো। তাও মডিফাই করে করে আধুনিক করছো।
দেশের সব আইন যেন আল্লাহর আইন হয়, খেয়াল রেখো। চুরি করলে, এমনকী একখানা রুটির টুকরো চুরি করলেও হাত কাটার আইনকে যেন ভুলো না। আইনের বেলায় একবিংশ শতাব্দির আইন দাবি করলে তো তুমি মুসলিমই নও বাপু, মুসলিম বলে পরিচয় দিতে চাইলে সপ্তম শতাব্দির মুসলিম আইনের অধীনে তোমাকে থাকতেই হবে। মানবাধিকার, নারীর অধিকার ইত্যাদির প্রসঙ্গে ভুলেও তুলো না। এসব ওয়েস্টার্ন কনসেপ্ট।
Saudi man faces death for ripping up Koran , renouncing Islam
মন্তব্য চালু নেই