‘বিবি তুমি ব্যর্থ হয়েছ, এবার চলে যাও’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবর্তন চেয়ে রাজধানী তেলআবিবে সমাবেশ হয়েছে। এ সময় এতে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর ডাক নাম উল্লেখ করে স্লোগান দেন ‘বিবি তুমি ব্যর্থ, এবার চলে যাও’।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সমাবেশে নেতৃত্ব দেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান মেয়ার দেগান। সম্প্রতি তিনি নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেন। ইরান ইস্যুতে নেতানিয়াহুর অবস্থানের কারণে ইসরায়েলের ভবিষ্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে কত লোক উপস্থিত ছিল সে ব্যাপারে ইসরায়েলি পুলিশ সঠিক তথ্য না দিলেও দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ ওই সমাবেশে অংশ নিয়েছেন।
শনিবারের সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ‘ইসরায়েল পরিবর্তন চায়’ লেখা ব্যানার ছিল। এ সময় তারা নেতানিয়াহুর ডাক নাম উল্লেখ করে স্লোগান দেন ‘বিবি তুমি ব্যর্থ হয়েছ, এবার চলে যাও’।
মন্তব্য চালু নেই