ভারতের লখনউতে মালগাড়িতে ধাক্কা গোরখধাম এক্সপ্রেসের, ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

গোরখপুরের কাছে গোরখধাম এক্সপ্রেস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ আহত শতাধিক৷ সোমবার সকালে গোরখপুরের কাছে উলটোদিক থেকে আসা মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গোরখধাম এক্সপ্রেসের৷ দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের তিনটি কামরা৷ লাইনচ্যুত হয় ছ’টি কামরা৷ স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুরুতর জখম যাত্রীদের মধ্যে ত্রিশ৪০ জনের মৃত্যু হয়েছে বলে গোরখপুর জেলা প্রশাসন জানিয়েছে৷ তবে মৃতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি রেল কর্তৃপক্ষ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
রেল সূত্রে খবর, সোমবার সকালে গোরখপুরের অদূরে ছুয়ার্ব স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ সিগন্যালের গন্ডেগোলে গোরখধাম এক্সপ্রেস ও একটি মালগাড়ি সিঙ্গল লাইনে মুখোমুখি চলে আসে৷ দু’টিরই গতি থাকায় দুমড়ে মুচড়ে যায় গোরখধাম এক্সপ্রেসের কয়েকটি কামরা৷ এখনও বহু লোক লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত কামরার মধ্যে আটকে রয়েছে৷ উদ্ধারকাজ চলছে৷ রেলের তরফে মৃতদের পরিবার পিছু ১ লক্ষ, গুরুতর জখমদের ৫০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে | দুর্ঘটনার তদন্তে কমিশন গঠন করছে রেল |



মন্তব্য চালু নেই