আ.লীগের জনসভায় বোমা হামলা
রাজধানীর হাজারীবাগ পার্কে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আয়োজিত জনসভায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে মুক্তার (২৪) ও সেলিম (৩০) নামের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা তিনটার দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে। জনসভায় আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপসের উপস্থিত থাকার কথা ছিলো। বোমা হামলার সময় তিনি সেখানে ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাজারীবাগ পার্কে জনসভায় যোগ দিতে আসা লোকজনের ভিড়ের মধ্যে পরপর কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এতে লোকজন ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। জনসভাস্থল মুহূর্তেই ফাঁকা হয়ে যায়।
হাজারীবাগ থানার এসআই শরিফুল ইসলাম জানান, জনসভায় কে বা কারা বোমা হামলা চালিয়েছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। জনসভাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য চালু নেই