রাহুল কোথায়?
কোথায় গেছেন রাহুল গান্ধী? একেক জনের একেক কথা। কেউ বলছেন, তিনি ভারতেই আছেন। আবার অন্যজনের দাবি, বিদেশে গেছেন তিনি। তার অবস্থান নিয়ে প্রশ্নের জাল পাকালেও এখনো জনসমক্ষে কিংবা গণমাধ্যমের সামনে আসেননি রাহুল গান্ধী।
তবে কোথায় গেলেন রাহুল? কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরুর ঠিক আগে ছুটি নিয়েছেন। অবসর সময়ে তিনি ভাববেন কীভাবে কংগ্রেসকে বিপর্যয় থেকে উদ্ধার করা যায়। এমন বার্তা দেওয়া হয়েছিল কংগ্রেস থেকেই।
কিন্তু তারপর থেকেই রাহুলের হদিস পাচ্ছেন না রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা। রাহুলের অবস্থান সম্পর্কে কংগ্রেসের এক কর্মী জগদীশ শর্মা একটি টুইটে দাবি করেছেন, রাহুল গান্ধী বর্তমানে উত্তরাখ-ের পাহাড়ি অঞ্চলে রয়েছেন, তিনি ব্যাংকক যাননি।’ রাহুলের তিনটি ছবিও পোস্ট করেছেন এই কংগ্রেসকর্মী।
এদিকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, জগদীশ শর্মার পোস্ট করা ছবি তিনিটি ২০০৮ সালের। সঙ্গে এও বলা হয়েছে, উত্তরাখণ্ডে যাননি রাহুল। তবে কোথায় গেলেন রাহুল? এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারাও।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আমবিকা সোনি এনডিটিভিকে জানিয়েছেন, ‘রাহুল কোথায়, আমি জানি না। দিল্লি নির্বাচনের আগেই তিনি ছুটিতে যেতে চেয়েছিলেন। এখানে অবশ্যই অন্য কিছু আছে।’ এই অন্য কিছুটা কী, তার উত্তর দিতে পারছেন না কংগ্রেসের নেতারা।
এদিকে রাহুল কোথায়- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোনিয়া গান্ধী জানিয়েছেন, সে ছুটিতে আছে। শিগগির ফিরে আসবে। তাকে কিছু সময় দেওয়া হোক।
এখন অপেক্ষা, কবে ফিরবেন রাহুল? যদিও এখনো জানা গেল না তিনি কোথায় আছেন।
মন্তব্য চালু নেই