রাজধানীতে গুলিবিদ্ধ ৪ লাশ উদ্ধার

রাজধানীতে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি- পেট্রোলবোমা নিক্ষেপের সময় তারা গণধোলাইয়ের শিকার হয়ে নিহত হন।

পুলিশ আরও জানিয়েছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

মিরপুরের কাজীপাড়া বাইশবাড়ী ও টেকনিক্যাল মোড় এলাকায় রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, পেট্রোলবোমা নিক্ষেপের সময় জনতা গণধোলাই দিলে তারা নিহত হন। তবে নিহতদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

এর পর পুলিশ চারজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। এদের মধ্যে বাইশবাড়ীতে তিনজন ও টেকনিক্যাল মোড়ে একজন নিহত হন বলেও জানান তিনি।

এদের মধ্যে টেকনিক্যাল মোড়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল ওয়াদুদ বেপারী (৩০)। তিনি চাঁদপুরের মতলব উপজেলার সরদারকান্দি গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে।

ঢামেক হাসপাতালে আসা চাচা চাঁন মিয়া বেপারী তার (ওয়াদুদ) লাশ শনাক্ত করেন।

তিনি জানান, ওয়াদুদ তার বাবা-মায়ের সঙ্গে মিরপুর-১ এর টোলারবাগের ৯/৪ নম্বর বাসায় থাকত। ওয়াদুদ ঝুটের ব্যবসা করত। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না।

তিনি বলেন, ‘রবিবার রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় ওয়াদুদ। এর পর আর সে বাসায় ফিরে আসেনি। রাতে পরিচিত কয়েকজন এসে জানায়, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সোমবার সকালে তার লাশ পেলাম।’

নিহত বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই