ট্রেনের টয়লেটে সন্তান প্রসব, প্যান দিয়ে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলো নবজাতক
স্বামী ও মায়ের সঙ্গে ট্রেনে রাজস্থানের সুরাটগড় থেকে হনুমানগড়ে ২২ বছরের প্রসূতি মান্নু। পথেই প্রসব বেদনা শুরু হয় তার। হনুমানগড়ের ১৩ কিলোমিটার আগে তখন দাঁড়িয়ে ট্রেন। ট্রেনের শৌচাগারে গিয়ে সন্তান প্রসব করেই জ্ঞান হারান তিনি।
তবে নবজাতকটি ভূমিষ্ঠ হয়ে টয়লেটের প্যান দিয়ে নিচে পড়ে গেলো। অচেতন প্রসূতিকে নিয়ে ট্রেন চলে এলো স্টেশনে। কিন্তু এরপরও আশ্চর্যজনকভাবে রক্ষা পেলো শিশুটি।
অনেকক্ষণ ধরে ফিরছেন না দেখে মান্নুর খোঁজে শৌচাগারে যান মা। সেখানে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন মান্নু। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। হনুমানগড়ে নেমে তারা জিআরপির সাহায্যে মান্নুকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে স্থানীয় এক বাসিন্দা রেললাইনে কান্নার আওয়াজে ওই সদ্যোজাতকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রেললাইন থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, মা ও শিশু দুজনেই বর্তমানে সুস্থ রয়েছে।
মন্তব্য চালু নেই