ফ্রান্স বেলজিয়ামে হামলার হুমকি আইএসের

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশের জের ধরে গত মাসে প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলা চালানো হয়। এতে নিহত হয় পত্রিকাটির প্রধান সম্পাদকসহ ১১জন। ওই ঘটনার পরের দুই দিন প্যারিসে আরও দুটি হামলায় মোট ১৭জন নিহত হয়।
দুই ফরাসি আইএস যোদ্ধা ভিডিওটিতে বলেন, ‘ফ্রান্সের দুঃস্বপ্ন এখন থেকে শুরু হচ্ছে।’
ফ্রান্স তার সব সীমা অতিক্রম করেছে উল্লেখ করে ভিডিওটিতে বলা হয়, ‘এখন থেকে আইএস প্যারিসে আরো বেশি করে হামলা চালাবে ‘



মন্তব্য চালু নেই